হাকিকত নিউজ ডেস্ক,কোলকাতা : নাগরিকপঞ্জি বিরোধী যুক্তমঞ্চের আহ্বায়ক প্রসেনজিৎ বসুর আমন্ত্রণে আর জি কর কান্ডের প্রতিবাদে দলীয় পতাকাবিহীন এক বিশাল মহামিছিলে অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর বাবু জানান, গত ৯ অগস্ট আর.জি. কর হাসপাতালে ঘটা বর্বরোচিত অপরাধ এবং পুলিশ-প্রশাসনের সক্রিয় অংশগ্রহণে তথ্য প্রমাণ লোপাট করে অপরাধীদের আড়াল করার অপচেষ্টার বিরুদ্ধে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বহু অঞ্চলে গড়ে উঠেছে এক অভূতপূর্ব নাগরিক আন্দোলন। ন্যায় বিচার সুনিশ্চিত করার দাবিতে আন্দোলনরত বিভিন্ন প্রতিবাদী নাগরিক মঞ্চগুলিকে এক জায়গায় আনার উদ্যোগ নিয়েছেন নাগরিকপঞ্জি বিরোধী যুক্তমঞ্চ। তাই তাঁদের আহ্বানে তিনি এই মিছিলে দলীয় পতাকা ছাড়াই অংশ নিয়েছেন। কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া এই ছিলো ভিড়ে ঠাসা মিছিলে অন্যান্য কংগ্রেস নেতৃত্বও অংশ নেন।
আর জি কর কান্ডের প্রতিবাদে দলীয় পতাকাবিহীন মিছিলে অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার
10 months ago
5,086 Views
1 Min Read

You may also like
About the author

Add Comment