Home » দক্ষিণ দিনাজপুরের কিছু টুকরো খবর
দক্ষিণ দিনাজপুর

দক্ষিণ দিনাজপুরের কিছু টুকরো খবর

হাকিকত নিউজ, জয়দীপ মিত্র, দক্ষিণ দিনাজপুর : দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধান্সভার বিধায়ক অশোক কুমার লাহিড়ী বালুরঘাট বিধানসভার পাঞ্জুল অঞ্চলের বৈগ্রাম ও উত্তর আগ্রা ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয় নাগরিক ও বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে কথা বলেন এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজ খবর নিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী মহাশয়। উত্তর আগ্রা বর্ডার আউট পোস্টেও গিয়ে সেখানে বিএসএফের অফিসারদের সঙ্গে বিস্তারিত কথা বললেন। দক্ষিণ দিনাজপুর: বন দপ্তরের যৌথ উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হল পাখি সুমারি। প্রথম দিনই অন্তত ১০ টি প্রজাতির পাখির দেখা মিলেছে বালুরঘাট সহ তার আশপাশের এলাকায়। নতুন করে ফের পরিযায়ী পাখির আগমনে জীববৈচিত্র্য প্রতিস্ফলন হচ্ছে বলে দাবি। গঙ্গারামপুর সহ জেলার মহকুমা ব্লকগুলিতে এই সুমারি চলবে। আঙিনা বার্ডস এন্ড এনভায়রনমেন্ট প্রটেকশন সমিতির সম্পাদক বিশ্বজিৎ বসাক জানান, শীতে এই জেলায় পরিযায়ী পাখিদের আগমন ঘটে। এবার আরও পাখির দেখা মিলছে। যা খুব ভাল দিক জীববৈচিত্র‍্যে। বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শনে বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী। সরকারি হাসপাতালে যে স্যালাইন নিয়ে বিতর্ক দেখা দিয়েছে, তা ব্যবহার করা হচ্ছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে যান অশোক লাহিড়ী। হাসপাতাল পরিদর্শনের পর অশোক লাহিড়ী জানান, সেই বিতর্কিত স্যালাইন বালুরঘাট জেলা হাসপাতালে ব্যবহার করা হচ্ছে না। হাসপাতাল সূত্রে জানতে পেরেছেন, অন্যান্য হাসপাতালে স্যালাইন নিয়ে বিতর্ক উঠতেই, বালুরঘাট জেলা হাসপাতালে সেই স্যালাইন ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। বিতর্কিত সেই স্যালাইন বালুরঘাট জেলা হাসপাতালে ব্যবহার হচ্ছে না বলে হাসপাতাল কর্তৃপক্ষ বালুঘাটের বিধায়ককে আশ্বস্ত করেছেন বলে তিনি জানান। পাশাপাশি হাসপাতালের রোগী পরিষেবা থেকে অন্যান্য পরিকাঠামো পরিদর্শন করেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। আরো উন্নয়নের প্রয়োজন হলেও, আপাতত হাসপাতালের পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট অশোক লাহিড়ী।

About the author

News Desk

News Desk

Add Comment

Click here to post a comment