Home » বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী গ্রামের বাসিন্দাদের সাথে কথা বলেন,তাদের অভিযোগ শোনেন
খেলা দক্ষিণ দিনাজপুর

বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী গ্রামের বাসিন্দাদের সাথে কথা বলেন,তাদের অভিযোগ শোনেন

হাকিকত নিউস, জয়দীপ মিত্র, দক্ষিণ দিনাজপুর : হিলি ব্লকের জামালপুর গ্রাম পঞ্চায়েতের সিদাই সংসদের বাহাদুর গ্রামে যান বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহিড়ী।সেখানে গিয়ে তিনি বাসিন্দাদের সাথে কথা বলেন,তাদের অভিযোগ শোনেন এবং বাসিন্দাদের কাছে তাদের সমস্যার কথা শুনলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী ।তিনি যানান এলাকায় বড় সমস্যা বাসিন্দাদের কোন পাট্টা নেই,তার উত্তরে তিনি বাসিন্দাদের জানান,এসামান্ন বিষয়, এই বিষয় এ গ্রামবাসী দের যথাসাধ্য সহযোগীতা করবেন আসস্ত করবেন বলে আসেন।এছাড়া এলাকায় রাস্তার একটা সমস্যা আছে,তাও অতি শির্ঘ ব্যবস্থা করে দিবেন বলে জানান।