Home » কোলকাতা উত্তরে কি এবারও তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় বাজি মাত করতে চলেছেন?
কলকাতা

কোলকাতা উত্তরে কি এবারও তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় বাজি মাত করতে চলেছেন?

নন্দ দুলাল ভট্টাচার্য, হাকিকত নিউজ, উত্তর কোলকাতা : গণতন্ত্রে একজন রাজনীতিবিদ বা রাজনৈতিক দল কী ভাবছে তা গুরুত্বপূর্ণ নয় বরং  সাধারণ মানুষ কী ধারণা পোষণ করছেন তা গুরুত্বপূর্ণ। গণতন্ত্রে শুধু  সংখ্যা এবং রাজনীতিক বিন্যাস আর সমাবেশ ( permutation & combination) এর ভিত্তিতে  নির্বাচন হয় না , গ্রহণযোগ্যতা ,গ্রাউন্ড রিয়ালিটি,  এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু হচ্ছে  সাধারণ মানুষের উপলব্ধি (perception)। নির্বাচন টা পাটিগণীতের ফর্মুলা নয় যে পাঁচ আর পাঁচ দশ হয়ে যাবে এটা পঞ্চাশ কিংবা একশো হয়ে যেতে পারে। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র সাতটি বিধান সভা – চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশিপুর-বেলগাছিয়া  সংমিশ্রনে  গঠিত এবং প্রায় ১৪ লক্ষ ভোটার রয়েছেন। বর্তমান রাজনৈতিক অবস্থান কে একটু ভালো ভাবে উপলব্ধি করতে হলে  বিগত দিনের ইলেক্টোরাল ম্যান্ডেট ( Electoral Mandate) এর দিকে তাকাতে হবে

২০১৯ ( 2019) লোকসভার ফলাফল

#১. তৃণমূল কংগ্রেস – সুদীপ বন্দ্যোপাধ্যায় – 49.96% -৪৯.৯৬ %  ( বিজয়ী)

#২. ভারতীয় জনতা পার্টি – রাহুল বিশ্বজিৎ সিনহা  – 36.59% -৩৬.৫৯% ( দ্বিতীয় )

#৩ সিপিআই (এম) – কণিকা ঘোষ বোস – 7.48% -৭.৪৮ % (তৃতীয়)

#৪. ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস – সয়েদ শাহিদ ইমাম – 2.74%- ২.৭৪% ( চতুর্থ)

আমরা যদি ২০১৯ (2019) সালের লোকসভা নির্বাচনের ফলাফলকে আণুবীক্ষণিক (microscopically) ভাবে দেখি তাহলে তৃণমূল কংগ্রেস পাঁচটা বিধান সভা ক্ষেত্রে- চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, মানিকতলা, এবং কাশিপুর বেলগাছিয়া এগিয়ে ছিল। ভারতীয় জনতা পার্টি দুটি বিধান সভা ক্ষেত্রে – জোড়াসাঁকো এবং শ্যামপুকুর এগিয়ে ছিল। এই সাতটি বিধান সভা ক্ষেত্রেই ভারতীয় জনতা পার্টির প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী কে বেশ ভালো রকম চ্যালেঞ্জ দিতে সক্ষম হয়েছিল। ২০১৯ (2019) সালের লোকসভা নির্বাচনের ফলাফলকে যদি ব্যারোমিটার হিসাবে ধরা হয় তাহলে ২০২৪ এর নির্বাচন টা মূলতঃ যুক্তি এবং অংকের নিরিখে  তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে হওয়া উচিত। কিন্তু যে কোনো সাধারণ নির্বাচনের ফলাফলে ভোটারদের আবেগ, আস্থা , প্রার্থীর এবং রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতা এবং সামগ্রিক উপলব্ধির  উপরে নির্ভর করে অংকের নিরিখে নয় ।

এই বার আসা যাক ২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকার দিকে

কলকাতা উত্তর  তৃণমূল কংগ্রেস তিনবারের জয়ী সুদীপ বন্দ্যোপাধ্যায় উপর আস্থা রেখেছে । বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হয়েছেন কংগ্রেস  নেতা প্রদীপ ভট্টাচার্য। তাঁর সমর্থনে প্রথম সারির বাম নেতৃত্ব পুরো দমে প্রচার করছেন। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন সদ্য দলবদলকারী প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়।

উপসংহার: কোলকাতা  উত্তর লোকসভা কেন্দ্রের জনবিন্যাস কিছুটা মিশ্রিত। এখানে হিন্দু বাঙালির পাশাপাশি প্রায় ৪০( 40) শতাংশ অবাঙালি মানুষজনের বসবাস রয়েছে। এছাড়া বেশ কিছু এলাকায় মুসলিম, অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের মানুষজনের বসবাস রয়েছে ফলে মিশ্র জনবসতিই এখানকার বিশেষত্ব। কলকাতা উত্তর লোকসভার নির্বাচনী লড়াই টা এবার বেশ প্রতিযোগিতামূলক হতে চলেছে। এই এলাকায় অনেক গুলো কারকের মধ্যে সিটিজেনশিপ এমেন্ডমেন্ট এক্ট  ( CAA) একটা বড়ো ফ্যাক্টর এবং মনে হচ্ছে সংখ্যা লঘুরা এই বিষেয় হয়তো তৃণমূল কংগ্রেস এর উপরে তাদের আস্থা রাখতে চলেছেন। সুদীপ বিরোধী একটা চোরাস্রোত থাকাসত্ত্বেও সংখ্যালঘু ভোট সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল। সিপিআই (এম) সমর্থিত কংগ্রেস প্রার্থী গড় ভোটারদের মনে রেখাপাত করতে কতটা সক্ষম হয়েছেন এটা নির্বাচকদের কথোপকথনে খুব একটা পরিষ্কার ছবি পাওয়া গেলো না, আবার বাম সমর্থকদের ভোট রামে যাওয়ার খুব প্রবল সম্ভাবনা রয়েছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে সদ্য বিজেপি তে যোগ দেওয়া বিজেপি প্রার্থী তাপস রায় ভোট বাক্সে বিরাট কিছু ভেলকি দেখাতে সক্ষম হওয়ার সম্ভাবনা কম। এই বারের বঙ্গে লোকসভা নির্বাচনের প্রতিযোগিতা টা আসলে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জীর মধ্যে এই নিরিখে কোলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে সম্ভবত অ্যাডভান্টেজ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

অবদানকারী সাংবাদিকরা: ড্যানিশ ইকবাল, মোহাম্মদ আজাদ আলম, তন্ময় দে।

সংবিধিবদ্ধ ঘোষণা :একটি নিরপেক্ষ নিউজ পোর্টাল হিসেবে  উপলব্ধ তথ্যের  ভিত্তিতে এই সংবাদে বক্তব্য ও মন্তব্য দেওয়া হয়েছে। আমরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই খবর পরিবেশন করেছি । আমাদের উদ্দেশ্য কোনো রাজনৈতিক দল / সংগঠন / ব্যক্তি বিশেষের উপরে অপ্রয়োজনীয় বা ইচ্ছাকৃত মন্তব্য করা নয়। বা কোন ব্যক্তি বা গোষ্ঠীর উপর আমাদের  মতামত চাপিয়ে দেওয়া । (হকীকত নিউজ www.haqiquatnews.com) একটি নিউজ পোর্টাল যারা সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন।

About the author

Nanda Dulal Bhatttacharyya

Nanda Dulal Bhatttacharyya

journalist by profession , have put good number of years in ground reporting

Add Comment

Click here to post a comment