Home » AITUCঅনুমোদিত Security & Allied Workers’ Unionআজ তাঁদের বার্ষিক রক্ত দান শিবিরের আয়োজন করে।
কলকাতা স্বাস্থ্য

AITUCঅনুমোদিত Security & Allied Workers’ Unionআজ তাঁদের বার্ষিক রক্ত দান শিবিরের আয়োজন করে।

হাকীকত নিউজ ডেস্ক, কোলকাতা : অনুষ্ঠানটি AITUC রাজ্য দপ্তর ৫০/১ নির্মল চন্দ্র স্ট্রীট এ করা হয়। এই বছরের অনুষ্ঠান অভয়ার বিচারের দাবিতে উৎসর্গ করা হয়। অনুষ্ঠান স্থলটি ব্যানার, ফেস্টুন ও পতাকা দিয়ে সুসজ্জিত করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখেন AITUC রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কমরেড বিপ্লব ভট্ট। উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজ্য কমিটির কার্যকরি সভাপতি কমরেড বাসুদেব গুপ্ত, কমরেড লীণা চ্যাটার্জি, কমরেড দীপক চক্রবর্তী, কমরেড অজিত চৌধুরী, কমরেড রবিন্দ্রনাথ ঠাকুর, কমরেড সুহাষ হালদার প্রমুখ। রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও Security & Allied Workers’ Union এর সাধারণ সম্পাদক কমরেড সুব্রত দাস প্রধান আয়োজক হিসেবে বক্তব্য রাখার সময় রক্ত দানের মাধ্যমে সমাজ সেবার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। এ বছরের অনুষ্ঠান অভয়ার বিচারের দাবিতে উৎসর্গ করার তাৎপর্য সম্বন্ধে ও তিনি আলোচনা করেন। সংগঠনের পক্ষ থেকে ইউনিয়নের সহসম্পাদক রাজু দাস, মহম্মদ জাহিদ, নাসির মোল্লা, জয় রাউত প্রমুখ নেতৃবৃন্দ তাঁদের বক্তব্য রাখেন। INTUC র রাজ্য সভাপতি জনাব কামারুজ্জামান কামার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও তাঁর মূল্যবান বক্তব্য রাখেন। BMS এর তরফ থেকে প্রতিনিধিত্ব করেন শঙ্কর দাস।PDS এর শ্রমিক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অনুরাধা পূততুন্ড। বৃষ্টি উপেক্ষা করে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর সদস্য ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান টি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। আবহাওয়ার প্রতিকূল অবস্থা সত্ত্বেও ৮০ জন এই শিবিরে রক্ত দান করেন।

About the author

News Desk

News Desk

Add Comment

Click here to post a comment