হাকিকত নিউজ ডেস্ক , কোলকাতা, ৪ অক্টোবর : কলকাতা মুজাফফর আহমেদ ভবনে আজ কাটোয়ার কলম, শারদ সংখ্যা ২০২৪ (৪৮ বর্ষ) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। উপস্থিত ছিলেন বিজ্ঞান আন্দোলনের অন্যতম অগ্রণী ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর শ্যামল চক্রবর্তী। কাটোয়ার কলম, শারদ সংখ্যা ২০২৪ প্রকাশ করে বিমান বসু বলেন, মফঃস্বল থেকে যেসব শারদ সংখ্যা প্রকাশিত হয় তার মধ্যে প্রথম সারিতে আছে “কাটোয়ার কলম, শারদ সংখ্যা”। তার গুণমান, লেখার বৈচিত্র্য ও সজ্জায় এই সংখ্যা রাজ্যে বিশেষ স্থান অধিকার করেছে বলা যেতে পারে। সেক্ষেত্রে এই পরিবেশনা সার্থক হয়েছে।
কাটোয়ার কলম, শারদ সংখ্যা ২০২৪ (৪৮ বর্ষ) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু
10 months ago
2,178 Views
1 Min Read

You may also like
About the author

Add Comment