রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, কোচবিহার : করোনা আক্রান্ত মৃতের দেহ সৎকারের এগিয়ে এলেন স্বয়ং বিডিও। ঘটনাটি ঘটেছে মাথা ভাঙ্গায় ১ নং ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার বড় দোলা গা দলের কুঠি এলাকায়।এলাকার বাসিন্দা রাম চন্দ্র বর্মনের আজ সকালে বেলায় মৃত্যু হয়। এলাকায় গুজব ওঠে রাম চন্দ্র বর্মন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ খবর চাউড় হতেই কেউ এগিয়ে আসছেন না রাম চন্দ্র বর্মন এর দেহ সৎকারের জন্য। অবশেষে এলাকার বাসিন্দা শাহিন আলম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাম চন্দ্র বর্মন এর মৃতদেহ কিভাবে সৎকার করা যায়, তাকে সাহায্য করার জন্যে শুভবুদ্ধি মানুষের বুদ্ধি চাইছেন। অবশেষে এই ফেসবুক পোস্ট নজরে আসে মাথাভাঙ্গা ১ নং ব্লকের বিডিওর চোখে। পরবর্তী সময়ে সেখানকার বিডিও সম্বল ঝা নিজের উদ্যোগে ব্লক প্রশাসনকে নিয়ে রাম চন্দ্র বর্মন এর মৃতদেহ সৎকারের উদ্যোগী হন। রামচন্দ্র বর্মনের ২ মেয়ে ১ ছেলে। তাদের পিতার মৃত্যুর এই সমস্যায় কোন লোক এগিয়ে না আসায় বেশ বেকায়দায় পড়েছেন বলে জানিয়েছেন মৃতের পুত্র সুশান্ত বর্মন। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, মেঘলা আকাশ, প্রচন্ড বৃষ্টি, এরমধ্যে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় মৃতদেহ আগলে রেখে। অবশেষে বিডিও সম্ভাল ঝা যে মানবিক মুখ দেখিয়ে মৃতদেহ সৎকার এগিয়ে এলেন তার জন্য সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। সত্যি ভিডিওর এই অভাবনীয় উদ্যোগ এর আগে মাথা ভাঙ্গায় লক্ষ করা যায়নি। এই খবর পেয়ে মৃত রামচন্দ্র বর্মনের পরিবারের সাথে টেলিফোনে যোগাযোগ করেন মাথাভাঙ্গা ১ নং পঞ্চায়েত সমিতির নারী শিশু ও সমাজকল্যাণ কর্মদক্ষ কল্যাণী রায়। মাথাভাঙার মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা বলেন, প্রশাসনিক কর্তা হিসেবে একজন মানবিক মুখ মাথাভাঙ্গার ১ নং ব্লকের বিডিও সম্বল ঝা। তার এই উদ্যোগকে কুর্নিশ জানাই। সবশেষে মৃত রামচন্দ্র বর্মনের শেষকৃত্য খুব ভালোভাবেই মাথাভাঙ্গা মহাশ্মশানে শেষ হয়। হাফছেড়ে বাঁচলেন মৃতের পরিবার। সমস্যা মেটালেন বিডিও।
করোনায় আক্রান্ত সন্দেহে মৃত দেহ দাহ করতে এগিয়ে এলেন মাথাভাঙার বিডিও
May 29, 2021
72 Views
2 Min Read
You may also like
About the author

Nanda Dulal Bhatttacharyya
journalist by profession , have put good number of years in ground reporting
Add Comment