বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, আসানসোল : আসানসোল দক্ষিণের চেলোদ এবং টিরাট এলাকায় ত্রিপল এবং অত্যাবশক জিনিসপত্র এলাকার দুস্থ মানুষের হাথে তুলে দিলেন বিজেপি নেত্রী অগ্নি মিত্রা পাল। এলাকার মানুষ জনের কাছে অভাব অভিযোগের কথা শুনলেন, যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাগুলির সমাধান করার চেষ্টার কথাও বললেন।

Add Comment