Home » সেলিনা বেগম, উত্তর দিনাজপুর জেলার একমাত্র মহিলা অ্যাম্বুলেন্স চালক এর হাতে ৫০,০০০ টাকা সাম্মানিক তুলে দিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী
উত্তর দিনাজপুর

সেলিনা বেগম, উত্তর দিনাজপুর জেলার একমাত্র মহিলা অ্যাম্বুলেন্স চালক এর হাতে ৫০,০০০ টাকা সাম্মানিক তুলে দিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী

বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, উত্তর দিনাজপুর : সেলিনা বেগম, উত্তর দিনাজপুর জেলার একমাত্র মহিলা অ্যাম্বুলেন্স চালক, যিনি গত বছর প্রথম লক ডাউনের সময় এলাকার করোনা আক্রান্তদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে পরিষেবা দিয়েছেন, এমনকি এখনও দিয়ে চলেছেন, গত বছর রায়গঞ্জের বিজেপি বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী ৫০,০০০ সাম্মানিক দিয়েছিলেন এবং কথা দিয়েছিলেন প্রতি বছর তাঁকে এই সাম্মানিক প্রদান করবেন। তাই এই বছর আবার তাঁকে ৫০,০০০ টাকা সাম্মানিক প্রদান করলেন।  আজ হেমতাবাদে গিয়ে ওনার হাতে সাম্মানিক দিলেন এবং ওনাকে কুর্নিশ জানিয়ে এলেন ওনার এই নিরলস মানুষের সেবার জন্য।

About the author

Nanda Dulal Bhatttacharyya

Nanda Dulal Bhatttacharyya

journalist by profession , have put good number of years in ground reporting

Add Comment

Click here to post a comment