দিবাকর দাস, হাকিকত নিউজ, নদীয়া : রানাঘাট পৌরসভায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বেশ কয়েকজন পৌর নাগরিকের। কিন্তু তবুও রানাঘাটে সাধারণ মানুষের চলাফেরায় কোন লাগাম নেই। বেশিরভাগ ক্ষেত্রেই বিনা প্রয়োজনে রাস্তাঘাট ও বাজারে ঘোরাঘুরি করছেন একশ্রেণীর মানুষ। যার ফলে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রেও মানুষের যথেষ্ট অনীহা দেখা যাচ্ছে। এমতাবস্থায় রানাঘাট পৌরসভা এলাকায় কিভাবে করোনা সংক্রমনের রাশ টানা যাবে তাই নিয়ে ঘোরতর চিন্তায় রানাঘাট পৌর প্রশাসন। রানাঘাট পৌরসভার স্বাস্থ্য বিভাগের এক আধিকারিকের মতে এই ভয়াবহ পরিস্থিতিতে “মানুষ জেগে ঘুমিয়ে থাকার” মতো আচরণ করছে যার ফলে আরো বিপদ বাড়ছে সাধারণ মানুষের।

Add Comment