Home » কোন খাতে স্কুল কী খরচ করছে? খুঁটিয়ে দেখতে কমিটি গড়ে দিল হাইকোর্ট

কোন খাতে স্কুল কী খরচ করছে? খুঁটিয়ে দেখতে কমিটি গড়ে দিল হাইকোর্ট

ডিজিটাল ডেস্ক, হাকীকত নিউজ, কোলকাতা : করোনার জেরে লকডাউনের মধ্যেই বিভিন্ন স্কুলের বিরুদ্ধে ফি বাড়ানোর অভিযোগ উঠেছে। ফি বৃদ্ধির অভিযোগ নিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে মামলাও। এদিন সেই ফি বৃদ্ধি সংক্রান্ত মামলায় কমিটি গড়ে দিলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।এই কমিটি স্কুলের টাকা খরচ সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে । সেইজন্য-ই গড়া হয়েছে এই কমিটি। এদিন মামলার শুনানির সময় প্রায় ১২১ টি স্কুল কোন ক্ষেত্রে কী খরচ করছে, সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট চান বিচারপতি। এরপরই স্থির হয় এই বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। কারণ আলাদা কমিটি থাকলে স্কুলগুলি কোন ক্ষেত্রে কী খরচ করছে, সে বিষয়ে স্বচ্ছ ধারণা থাকবে বলে জানান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।