ডিজিটাল ডেস্ক, হাকীকত নিউজ, কোলকাতা : লকডাউনের পরবর্তী এই সময়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোটা দেশ। বিভিন্ন অফিস, শপিং মল, দোকান সহ একে একে অনেক কিছু খুললেও সরকারি তরফে এখনও সিনেমা হল খোলার অনুমতি মেলেনি। তবে এবার হল মালিক ও সিনেমাপ্রেমীদের জন্য এল সুখবর। শোনা যাচ্ছে, আনলকের চতুর্থ পর্বে খুলে যেতে পারে সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলি। কেন্দ্রের তরফে এমনই পরিকল্পনা রয়েছে বলে খবর। লকডাউনের পর আনলক পর্বে ইতিমধ্যেই জিম, রেস্তোরাঁ, শপিং মল, ধীরে ধীরে সবই খুলেছে। শ্যুটিংয়ের ক্ষেত্রেও মিলেছে ছারপত্র। তাই সিনেমা হল কবে খুলবে সে প্রশ্ন উঠছিলই। শোনা যাচ্ছে, আনলকের গাইড লাইন মেনেই আগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরুতে সিঙ্গল স্ক্রিন গুলি খোলার অনুমতি দেওয়া হতে পারে। যদিও সেক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসা, স্যানিটাইজেশন করার নিয়ম মেনেই হল খোলার অনুমতি দেওয়া হবে। পাশাপাশি সিনেমাহলের তাপমাত্র ২৪ ডিগ্রি কিংবা তার বেশি রাখতে হবে।
Add Comment