Home » একদিনে করোনা আক্রান্তের সংখ্যায় সেঞ্চুরি করল নদিয়া

একদিনে করোনা আক্রান্তের সংখ্যায় সেঞ্চুরি করল নদিয়া

দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া:  একদিনে করোনা আক্রান্তের সংখ্যায় সেঞ্চুরি করল নদিয়া। নদিয়া জেলায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা এযাবৎ সর্বাধিক। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে সোমবার সকাল সাতটা থেকে মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১২ জন। এ যাবৎ কালের মধ্যে জেলায় একদিনে এত বেশি আক্রান্ত হয় নি। এর আগে একশোর কাছাকাছি এসেও ৯৫ তে থামতে হয়েছিল। এবার একশোর গন্ডি টপকিয়ে নট আউট ১১২। জেলার করোনা আক্রান্ত এলাকা যথাক্রমে  চাপড়া ২১ জন,চাকদহ মিউনিসিপ্যালিটি ১৭ জন ও চাকদহ ব্লকে ১০ জন,, রানাঘাট ১ নম্বর ব্লকের ১৫ জন নবদ্বীপ ব্লকে ১৩ জন, কুপার্স ক্যাম্প ৬ জন, করিমপুর ১ নম্বর ব্লকে ৬ জন, কৃষ্ণনগর মিউনিপ্যালটি ৫ জন, কৃষ্ণনগর ১ নম্বর ব্লকে ৩ জন, কৃষ্ণনগর ২ ব্লকে ১ জন, রানাঘাট মিউনিপ্যালটি ৪, রানাঘাট ২ নম্বর ব্লক ৩ জন,কল্যাণী মিউনিপ্যালটি ৩,শান্তিপুর মিউনিপ্যালটি ২ জন, শান্তিপুর ব্লকে ১ জন, কালীগঞ্জ ব্লকে ১ জন,তেহট্ট ২ নম্বর ব্লকে ১জন। এখনও পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ১৪৫১জন। এর মধ্যে সবচেয়ে বেশ আক্রান্ত এলাকা অর্থাৎ একশোর বেশি আক্রান্ত সংখ্যা এলাকা। যথাক্রমে চাকদহ মিউনিপ্যালটি ১৯৮ জন, চাকদহ ব্লকে ১৬৫ জন,কল্যাণী মিউনিপ্যালটি ১০১ জন। এছাড়া পঞ্চাশের বেশি আক্রান্ত এলাকাগুলি রানাঘাট ২ নম্বর ব্লকে ৮৯ জন,তেহট্ট ২ নম্বর ব্লকে ৮৬ জন,রানাঘাট ১ নম্বর ব্লকে ৭১ জন ,রানাঘাট মিউনিপ্যালটি ৬৯ জন,কৃষ্ণনগর মিউনিপ্যালটি ৫৭ জন, কৃষ্ণনগর ১ নম্বর ব্লকে ৫৫ জন।নাকাশিপাড়া ৫৪ জন এবং গয়েশপুর মিউনিপ্যালটি ৫১ জন। তবে নদিয়ায় যেভাবে দিনকে দিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে চিন্তিত জেলাবাসী। ইতিমধ্যে নদিয়া জেলার বেশ কিছু পুরসভা এবং পঞ্চায়েতে এলাকায় কন্টেনমেন্ট জোন হিসাবে পূর্ণ লকডাউনের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। উল্লেখ্য, আগেই ২০ আগস্ট, ২১ আগস্ট,২৭ আগস্ট,২৮ আগস্ট এবং ৩১আগস্ট এই পাঁচদিন দিন রাজ্য জুড়ে সাপ্তাহিক লকডাউনের নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।