দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: ৯ই অগাস্ট থেকে বন্ধ হয়ে গেলো আন্তর্জাতিক ইস্কন মন্দির। দীর্ঘ ১০৩দিন লকডাউনে বন্ধ থাকার পর গত ৫ই জুলাই গুরু পূর্ণিমার দিন ভক্তদের জন্যে খুলে যায় মায়াপুর মন্দিরের দ্বার, কিন্ত এবার আবার বন্ধ হয়ে গেলো ইস্কন মন্দির। মন্দির ৫ই জুলাই খুললেও ট্রেন ও অন্যান্য গণপরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় করোনা আবহে সেরকম ভক্ত আসছিলো না মায়াপুরে, কিছু ভক্ত যারা আসছিলেন তাদের শরীরের তাপমাত্রা চেক করে সানিটাইজ করে মন্দিরে দর্শন করতে দেওয়া হচ্ছিলো। করোনা সংক্রমণের হার বাড়াতে ভক্তদের সুরক্ষার জন্যে মন্দিরে দর্শন ও ইস্কন মন্দির ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই জানিয়ে মায়াপুর ইস্কন মন্দির কতৃপক্ষ। ভক্তরা যাতে মহাপ্রসাদ পান তার জন্যে হোম ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে।
Add Comment