দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: নবদ্বীপে গ্যাস ডিস্ট্রিবিউটর ও ডেলিভারি মেনদের সমস্যায় ১লা অগাস্ট থেকে বন্ধ গ্যাস পরিষেবা, যার ফলে বিপাকে পড়েছেন গ্রাহকরা, কোনোমতেই বুক করে মিলছে না গ্যাস। নতুন গ্যাস ডেলিভারি সিস্টেম চালু হওয়ায় এখন নিয়ম হলো গ্রাহক গ্যাস বুক করলে তাকে একটা ওটিপি নম্বর দেবে গ্যাস সংস্থা সেই ওটিপি নম্বর দেখাতে হবে যখন ডেলিভারি ম্যানরা গ্যাস দিতে আসবে, ডেলিভারি ম্যানরা ওই ওটিপি নম্বর তার মোবাইল থেকে কন্ফার্ম করলে তবেই পরের বার গ্রাহক বুক করতে পারবেন গ্যাস।
এই নতুন নিয়মের জন্যে ডেলিভারি ম্যানদের দরকার এন্ড্রোইড ফোন যা অনেকের কাছে নেই তাই তারা মালিকপক্ষের কাছে এন্ড্রোইড ফোনের দাবি করেছিলেন,তখন মালিক তাদের নিজেদের টাকায় ফোন কিনতে বলায় তারা গ্যাস ডেলিভারি করছেন না যার ফলে রান্নার জ্বালানি গ্যাস না পেয়ে বিপাকে পড়েছেন গ্রাহকেরা। এই নিয়ে নবদ্বীপের এক ডিস্ট্রিবিউটরের বাড়িতে গ্যাস পরিষেবার দাবিতে তখন নবদ্বীপ শহরের ৪জন গ্যাস ডিস্ট্রিবিউটর আশ্রয় নেয় নবদ্বীপ থানায়। ডেলিভারি ম্যানরা জানিয়েছে সামান্য টাকায় তারা গ্যাস ডেলিভারি দেয় তাদের এন্ড্রোইড মোবাইল কেনার ক্ষমতা নেই।
Add Comment