Home » নবদ্বীপ পৌরসভার এক গাড়ি চালকের করোনা ধরা পড়ায় ৪দিনের জন্যে বন্ধ পৌরসভা ভবন

নবদ্বীপ পৌরসভার এক গাড়ি চালকের করোনা ধরা পড়ায় ৪দিনের জন্যে বন্ধ পৌরসভা ভবন

দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: শুক্রবার নবদ্বীপ পৌরসভার এক গাড়ি চালকের করোনা ধরা পড়ায় আজ সোমবার ১০ই অগাস্ট থেকে ১৩ই অগাস্ট বৃহস্পতিবার নবদ্বীপ পৌরসভা বন্ধ থাকবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে নবদ্বীপ পৌরসভা। আক্রান্ত গাড়ির চালকের করোনা ধরা পড়ার পর তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং পুরো নবদ্বীপ পৌরসভা ভবনের চত্বর ও অফিসগুলিতে স্যানিটাইজ করা হয়েছে জানা যাচ্ছে পৌরসভা বিজ্ঞপ্তি সূত্রে। ওই আক্রান্ত ব্যক্তির বাড়ি নবদ্বীপের ৫নম্বর ওয়ার্ডে প্রতাপনগর অঞ্চলে। তার সংস্পর্শে আসা ১৫জন পৌরসভার কর্মী এবং আক্রান্ত ব্যক্তির বাড়ির তিন সদস্যের লালারসের পরীক্ষা করানো হচ্ছে।

 

 

সংস্পর্শে আসা পৌরসভার কর্মীদের সাত দিন বাড়িতে থাকতে বলা হয়েছে।