দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: টানা ৭দিন ৮ই অগাস্ট থেকে ১8ই অগাস্ট নদিয়া জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পৌরসভায় ঘোষিত লকডাউনের অর্ডার বাতিল করলো প্রশাসন। এর পরিবর্তে আগামী ১৩ই ও ১৪ই অগাস্ট দুই দিন সম্পূর্ণ লকডাউন বহাল করা হবে নদিয়া জেলার সিলেক্টেড কন্টেনমেন্ট জোনগুলিতে এমনটাই জানাচ্ছে প্রশাসন নতুন অর্ডারে। এই দুই দিন কন্টেনমেন্ট এরিয়াগুলিতে কড়া লকডাউন পালন করতে হবে এমনটাই জানাচ্ছে জেলা প্রশাসন, জোনগুলিতে লকডাউন নিয়ে কোনো শিথিলতা বরদাস্ত করবে না প্রশাসন।
উক্ত স্থানগুলিতে সমস্ত প্রকার দোকান,বাজার ও গণপরিবহন ব্যবস্থা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। শুধুমাত্র ব্যাঙ্কিং পরিষেবা, ওষুধ ও অন্যান্য জরুরী পরিষেবাগুলিতে ছাড় দেওয়া হয়েছে। নবদ্বীপ ব্লকের মাজদিয়া-পানশিলা গ্রাম পঞ্চায়েতের বট তলা বাজার পড়ছে সম্পূর্ণ লকডাউনের আওতায়। গতকাল রবিবার মাজদিয়া-পানশিলার শিমুলগাছিতে ৩জনের রিপোর্ট পজিটিভ আসে।
Add Comment