দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের এক নার্সের লালারসের রিপোর্ট পজিটিভ আসলো। আক্রান্ত নার্সের শরীরে করোনার কেনো উপসর্গ নেই, কোনো উপসর্গ না থাকায় তাকে হাসপাতালের আবাসে আইসোলেশনে রাখা হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে এই নার্স গত দুই সপ্তাহ কল্যাণীর কোভিড হাসপাতালে কর্মরত ছিলেন, এরপর সেখানে ডিউটি শেষ হওয়ার পর গত সোমবার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে লালারসের নমুনা পরীক্ষা করাতে দেন তিনি, এরপর তার রিপোর্ট পজিটিভ আসলে তাকে হাসপাতালের আবাসে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের এক নার্সের লালারসের রিপোর্ট পজিটিভ আসলো
August 10, 2020
48 Views
1 Min Read
You may also like
About the author

Nanda Dulal Bhatttacharyya
journalist by profession , have put good number of years in ground reporting
Add Comment