Home » বাংলাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুহার কমেছে দাবি স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুহার কমেছে দাবি স্বাস্থ্যমন্ত্রী

আমিনুল হক, হাকীকত নিউজ, ঢাকা : বাংলাদেশে করোনায় আক্রান্তর দিন গণনা শুরু হয় ৮ মার্চ। তার ঠিক ১০ দিনের মাথায় অর্থাৎ ১৮ মার্চ একজনের মৃত্যু হয়। তারপর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত ও মৃত্যু দুটোই উর্ধমুখি। আক্রান্তর ১৫৫ দিনের মাথায় এসে ‘করোনায় আক্রান্ত এবং মৃত্যুহার’ কমেছে বলে দাবি করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেছেন, হাসপাতালের প্রায় ৭০ শতাংশ বিছানা খালি। যদি আক্রান্তর সংখ্যা নিম্নমুখী না হতো, তাহলে হাসপাতালের এগুলো খালি থাকতো না। রবিবার থেকে লকডাউন সম্পূর্ণ তুলে নেয়া হয়েছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় ১০ হাজার ৭৫৯টি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২ হাজার ৪৮৭জনের। দেশে বর্তমানে করোনায় আক্রান্তর সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন। আর মৃতের সংখ্যা  বেড়ে দাড়িয়েছে ৩৩৯৯জন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা আক্রান্তর সংখ্যা ও মৃত্যু দুটোই  আগের চেয়ে কমতির দিকে। তার দাবির যৌক্তিকতা তুলে ধরে জাহিদ মালেক বলেন, যদি আক্রান্ত হার না কমতো তাহলে কোভড-১৯ হাসপাতালগুলোতে ৬০-৭০ শতাংশ সিট খালি থাকতো না। আর তাতেই প্রমাণ করে করোনা আক্রান্তর সংখ্যা কমেছে। মানুষ এখন বাসায় বসে বেশি চিকিৎসা নিচ্ছে এবং মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে ৪-৫ হাজার ডাক্তার টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছেন। মুমূর্ষু রোগী ছাড়া এখন আর কেউ হাসপাতালে ভর্তি হয় না।  চিকিৎসা  সেবা নিয়ে মানুষ সুস্থ হচ্ছে। বন্যা মানুষের মধ্যে করোনা টেস্ট করার অনীহা এবং বাসায় থেকে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাওয়ার কারণে টেস্টের সংখ্যা কমছে। করোনার নমুনা পরীক্ষাগার কমলেও কিটের কোনো সংকট নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এখন করোনা থেকে সুস্থ হওয়ার হারও বেশি। আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার প্রায় ৬০ শতাংশ। এখনও অনেক জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু নেই।