Home » লকডাউন তুলে নিল ঢাকা

লকডাউন তুলে নিল ঢাকা

আমিনুল হক, হাকীকত নিউজ, ঢাকা:  রবিবার থেকে বাংলাদেশে থাকছে না আর কোন লকডাউন। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকল ধরণের অফিস-আদালতে শতভাগ উপস্থিতি বাধ্যতামূলক করেছে সরকার। করোনার প্রদুর্ভাব ঠেকাতে ২৬ মার্চ থেকে টানা ৬৬ দিনের লকডাউন শিথিল করে অর্থনীতির চাকা সচল রাখতে ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খোলার আদেশ জারি করে সরকার। পাশাপাশি গণপরিবহন চলাচলেরও অনুমতি দেয়া হয়েছিলো। লকডাউনকালীন সময়ে মাত্র ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারির উপস্থিতি নির্দেশনা দিয়েছিলো সরকার। এবারে শতভাগ কর্মকর্তা-কর্মচারির উপস্থিতির নির্দেশনা দেওয়া হলেও ছাড় দেওয়া হয়েছে, বয়স ও সন্তান সম্ভবা মায়েদের। আর সকল শিক্ষা প্রতিষ্ঠান ৩১ আগষ্ট পর্যন্ত বন্ধ  রেখেছে সরকার। বর্তমানে লকডাউন পুরোপুরি তুলে নিয়ে সরকারী-বেসরকারীসহ সকল ধরণের অফিসে শতভাগ কর্মকর্তা-কর্মচারির উপস্থিতি বাধ্যতামূলক করেছে সরকার।  লকডাউন থাকায় দেশের বিভিন্ন স্থানে যারা অবস্থান করছিলেন এবং ঈদ উদযাপনে যারা ঢাকার বাইরে গিয়েছিলেন, তারা ফিরতে শুরু করেছেন। শুক্রবার ছুটি দিন থেকে ঢাকায় স্রোতের মত ফিরছেন মানুষ।

 

দক্ষিণাঞ্চলের প্রায় ৪৫টি নৌরুটে সদরঘাটে আসা প্রতিটি লঞ্চেই ছিল ঢাকামুখো মানুষের ঠাঁসা। কোথায়ও ঠাঁই নেই। বিশাল লঞ্চের ছাদে চড়ে পর্যন্ত মানুষ ফিরতে দেখা গেছে।  ঢাকার গাবতলী, সায়দাবাদ এবং মহাখালি বাস টার্মিনালের পরিস্থিতিও একই। লঞ্চে যারা চলাচল করে থাকেন তাদের মধ্যে দৈহিক দূরত্বের কোন বালাই নেই। ঢাকা থেকে চলাচলকারী দূরপাল্লার বাসে স্বাস্থ্যবিধি মানা হলেও, দেশের বিভিন্ন অঞ্চলে দ্বিগুন ভাড়া আদায় করা হচ্ছে। অথচ স্বাস্থ্যবিধি মানছে না পরিবহন কর্তৃপক্ষ। প্রতিটি সিটে একজন করে যাত্রী বসানোর ক্ষেত্রে সরকার ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে দিয়েছে।  কিন্তু বাড়তি ভাড়া আদায় করা  হলেও স্বাস্থ্যবিধি মানছেন না তারা। বাধ্য হয়ে জেলা পর্যায়ের মানুষ আগের মতোই গাদাদি করে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এ যেন দেখার কেউ নেই।  এক্ষেত্রে করোনা সংক্রমনের সংখ্যা আরও  বেড়ে যাবার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিজ্ঞানিরা।