Home » জলঙ্গি নদীর জল বাড়াতে স্বরূপগঞ্জের নদীর পাশের কিছু পাড়া জলমগ্ন, ডুবে গিয়েছে রাস্তা

জলঙ্গি নদীর জল বাড়াতে স্বরূপগঞ্জের নদীর পাশের কিছু পাড়া জলমগ্ন, ডুবে গিয়েছে রাস্তা

দিবাকর দাস, হকিকত নিউজ, নদিয়া: বেশ কিছুদিন ভারী বৃষ্টিপাতের ফলে জলঙ্গি নদীর জল বেড়ে যাওয়ায় নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ গ্রামে নদীর পাশের কিছু পাড়ায় ঢুকে গিয়েছে নদীর জল, প্লাবিত হয়েছে রাস্তা যার ফলে জল পাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এর পাশাপাশি ভাগীরথী নদীতেও জল বেড়েছে, জল প্রায় পাড় এর একটু নিচে বইছে, একপ্রকার ভরা বর্ষায় ফুঁসছে নবদ্বীপের গঙ্গা। স্বরূপগঞ্জে নদীর পাড়ের বাড়ির বাসিন্দারা ঝুঁকিপূর্ণ ভাবে জলমগ্ন রাস্তায় যাতায়াত করছে, নদী গ্রাস করেছে রাস্তা কিন্ত উপায় নেই দৈনন্দিন কাজকর্মের তাগিদে এই রাস্তাই ব্যবহার করতে হয় জলঙ্গি পাড়ের বাসিন্দাদের।