Home » করোনা আবহের মধ্যে দূরত্ব বজায় রেখে নবদ্বীপের বিভিন্ন মসজিদে ঈদের নামাজ পড়লেন মুসলিম সম্প্রদায়ের মানুষ

করোনা আবহের মধ্যে দূরত্ব বজায় রেখে নবদ্বীপের বিভিন্ন মসজিদে ঈদের নামাজ পড়লেন মুসলিম সম্প্রদায়ের মানুষ

দিবাকর দাস, হকিকত নিউজ, নদিয়া: আজ ইদুজ্জোহা। করোনা আবহের মধ্যে দূরত্ব বজায় রেখে সকাল-সকাল বিভিন্ন মসজিদে ঈদের নামাজ পড়লেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। পাশাপাশি বিভিন্ন পশু কুরবানি দিলেন। আর সেই কুরবানির মাংস এলাকার দরিদ্র শ্ৰেণীর মানুষদের মধ্যে বিলি করলেন। নদিয়ার নবদ্বীপ ব্লকে ছোট বড় প্রায় ৪৭ টি মসজিদ। গদখালি মালিতাপাড়া জামে মসজিদ, মহেশগঞ্জ জুম্মা মসজিদ,মাঝেরচরা পুরাতন ও নতুন মসজিদ,মহিশুরা বড় মসজিদ, তিওরখালি জুম্মা মসজিদ, বামুনপুকুর বড় মসজিদ ইত্যাদি মসজিদে ঈদের আজহারের সঙ্গে কুরবানী দেওয়া হয়। গদখালি মালিতাপাড়া জামে মসজিদের মৌলবি মইনুল হক মন্ডল জানান, “এদিন সকাল সকাল মসজিদে নামাজে অংশগ্রহণ করেছিলেন এলাকার বেশ কিছু মানুষ। করোনা আবহে অনেকেই নিজ নিজ বাড়িতে নামাজ পড়লেন মুসলিম ধর্মাবলম্বী মানুষ। এদিন যে সব মুসলিম ভাইয়েরা যারা কুরবানী দিয়েছেন। তারা এলাকার দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি কুরবানির মাংস বিলি করলেন’। স্বরুপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান সিরাজুল শেখ বলেন, “যেহেতু মারণ রোগ করোনা ভাইরাসে সারা পৃথিবীর মানুষ আজ আতঙ্কিত। ইতিমধ্যে বহু মানুষের এই রোগে মৃত্যু হয়েছে।তাই দূরত্ব বজায় রেখেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক মানুষ মসজিদে গিয়ে ঈদের আজাহারের পাশাপাশি বিভিন্ন ধরনের পশু কুরবানি দিলেন। আবার অনেক মুসলিম সাম্প্রদায়ের মানুষ জমায়েত উপেক্ষা করে নিজেদের বাড়িতেই নামাজ পড়লেন। আজকের এই পবিত্র দিনে তিনি নিজের বাড়িতেই ঈদের নামাজ পড়েছেন এবং প্রার্থনা করেছেন সারা বিশ্ব থেকে এই রোগ নির্মূল হয়”। একই ভাবে দূরত্ব বজায় রেখে জেলার চাপড়া, করিমপুর, পলাশীপাড়া, তেহট্ট সহ বিভিন্ন এলাকায় সকাল সকাল মসজিদ,দরগায় এবং বাড়ি বাড়ি নামাজ পড়লেন মুসলিম সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষেরা। তবে এবারের এই ইদুজ্জোহা উৎসবে অনেকটাই থাবা বসিয়েছে মারণরোগ করোনা ভাইরাস।