Home » সংগ্রামের মধ্যেও সৃষ্টিশীলতা: চায়ের দোকানের কর্মচারী কঠিন জীবনের মধ্যে নিজের সৃষ্টিশীলতাকে বাঁচিয়ে রেখেছেন।
উত্তর চব্বিশ পরগণা মনোরঞ্জন

সংগ্রামের মধ্যেও সৃষ্টিশীলতা: চায়ের দোকানের কর্মচারী কঠিন জীবনের মধ্যে নিজের সৃষ্টিশীলতাকে বাঁচিয়ে রেখেছেন।

নন্দ দুলাল ভট্টাচার্য, হাকিকত নিউজ, উত্তর ২৪ পরগনা : একজন চায়ের দোকানের কর্মচারী, যিনি কঠোর পরিশ্রমের পাশাপাশি কবিতা লেখেন । চায়ের দোকান সাধারণত মানুষের মিলনস্থল হিসেবে পরিচিত, যেখানে নানা বয়সের এবং পেশার মানুষ জড়ো হন। এই কর্মচারীর ক্ষেত্রে, তার জীবন সংগ্রামের পাশাপাশি সৃষ্টিশীলতাও প্রকাশ পায়। হ্যাঁ, আমি এমন এক যুবকের কথা বলছি, নাম অরিন্দম ঘোষ, যিনি শহরতলির একটি চায়ের দোকানে কাজ করেন কিন্তু কবিতা লেখার প্রতি তাঁর প্রবল অনুরাগ রয়েছে। অবসর সময়ে তিনি নতুন কবিতা রচনা করতে ভালোবাসেন। অরিন্দম ঘোষের লেখা একটি কবিতা এখানে উপস্থাপন করছি :

ভেজাল ভেজাল ভেজাল রে ভাই
ভেজাল সারা দেশটা
সবকিছুতেই ভেজাল দিয়ে
ফাঁকি দেওয়ার চেস্টা
ডালে ভেজাল, চালে ভেজাল, তেলেও ভেজাল ভাই
জেনেশুনে তবুও আমরা
সেই ভেজাল জিনিসই খাই
ভোটের আগে নেতারাতো
অনেক কথাই বলেন
পাইয়ে দেবো বলে তারা
আমাদেরই কান মোলেন
এখানেতেও কথায় ভেজাল
ভেজাল সারা দেশটা
নকল কথাকে আসল বলে
ভুল বোঝানোর চেস্টা
আমি ভেজাল, তুমি ভেজাল ভেজাল আমরা সকলে
তাহলে আর তফাৎ কোথায়
আসলে আর নকলে

অরিন্দম ঘোষ
🍁🍁…….…