জয়দীপ মিত্র, হাকিকত নিউজ, দক্ষিণ দিনাজপুর : বালুরঘাট ৬নং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জেলাতে ফিরতেই বিজয় উৎসবে মাতল তৃণমূল কর্মী সমর্থকরা। বুধবার সকালে বালুরঘাট শিয়ালদা ট্রেনে চেপে কলকাতা থেকে গঙ্গারামপুর রেল স্টেশনে পৌঁছান তৃণমূল প্রার্থী তথা ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। স্টেশনে ফিরতেই শতাধিক কর্মী সমর্থকেরা গঙ্গারামপুর স্টেশনে বিপ্লব মিত্রকে মালা পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাই। পাশাপাশি ব্যান্ড পার্টি বাজিয়ে গঙ্গারামপুর স্টেশন থেকে র্যালি করে গোটা শহর পরিক্রমা করে গঙ্গারামপুর শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে উপস্থিত হন বিপ্লব মিত্র। এর পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জানাই, উন্নয়নের নিরিখেই ভোট দেবে জনগণ। পাশাপাশি জেলায় ফিরতে বিপ্লব মিত্রর অনুগামী সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে মেতে উঠে। পাশাপাশি জনজোয়ারে প্লাবিত হলো সারা গঙ্গারামপুর।
বালুরঘাট ৬নং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন বিপ্লব মিত্র
March 14, 2024
571 Views
1 Min Read

You may also like
About the author

Add Comment