Home » নির্বাচন পরবর্তী রাজনৈতিক হিংসা বন্ধ-এর দাবিতে জেলা শাসকের কাছে এসইউসিআই(সি) দলের স্মারকলিপি

নির্বাচন পরবর্তী রাজনৈতিক হিংসা বন্ধ-এর দাবিতে জেলা শাসকের কাছে এসইউসিআই(সি) দলের স্মারকলিপি

রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, কোচবিহার :  নির্বাচন এর ফলাফল প্রকাশ হতেই আমরা দেখলাম রাজ্যের বিভিন্ন প্রান্তের মত এ জেলাতেও ব্যাপক রাজনৈতিক হিংসা চলছে। বাড়ি ঘর দোকানপাট ভাঙচুর , তালা লাগানো ইত্যাদি গুন্ডামী, সন্ত্রাসে উত্তপ্ত কোচবিহার জেলা। আজ এসইউসিআই(সি) দলের পক্ষ  কোচবিহার জেলা শাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। দলের জেলা সম্পাদক শিশির সরকার বলেন, আমরা জেলা শাসকের নিকট স্মারকলিপি দিয়ে দাবি জানাই যে,’ অবিলম্বে এই হিংসা, গুন্ডারাজ, দখলদারীর রাজনীতি বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।পাশাপাশি আমরা সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আমাদের আবেদন সন্ত্রাস- হিংসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন।’