Home » নাটাবাড়ি আমার পরিবার, আর পরিবার থেকে বিচ্ছেদ নয়ঃ পরাজয়ের পরেও বার্তা রবির

নাটাবাড়ি আমার পরিবার, আর পরিবার থেকে বিচ্ছেদ নয়ঃ পরাজয়ের পরেও বার্তা রবির

রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, কোচবিহার :   তিনি  পরাজিত হয়েছে ব্যাপক ভোটের ব্যবাধানে। তারপরেও নিজের বিধানসভা এলাকার মানুষদের নিজের পরিবার বলেই ভাবছেন। আর পরিবার থেকে বিচ্ছেদ হওয়া যায় না, সেকথা উল্লেখ করেছেন নিজেই। তিনি বলতে কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। আজ তিনি নিজেই তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন, “নাটাবাড়ি আমার পরিবার। আমার জীবনের অংশ। পরিবারের রায় নত মস্তকে গ্রহন করলাম। যাবতীয় ভুল ভ্রান্তির পর্যালাচনা করব। পরিবারের সাথে কখনও বিচ্ছেদ হয়না।“ ইতিমধ্যেই স্যোসাল মিডিয়ায় প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দেওয়া ওই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে। দীর্ঘ সময় ধরে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়ে আসছেন রবীন্দ্রনাথ বাবু। বাম আমলে প্রয়াত সিপিআইএম নেতা শিবেন চৌধুরীর কাছে পরাজিত হয়েছেন একবার, দুবার পরাজিত হয়েছেন সিপিআইএম নেতা তমসের আলীর কাছে। আবার ২০১১ সাল থেকে টানা দুবার সেই সিপিআইএম প্রার্থী তমসের আলীকে পরাজিত করে বিধায়ক, এরপর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হয়েছেন। ফল ঘোষণার দুদিন পরেই স্যোসাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানিয়ে দিলেন নাটাবাড়ি তাঁর পরিবার। আর পরিবার থেকে বিচ্ছেদ হওয়া যায় না।