দিবাকর দাস, হাকিকত নিউজ, নদীয়া : করোনাভাইরাস এর প্রভাব থেকে পরিবেশকে মুক্ত করতে ও সাধারণ মানুষকে রক্ষা করার লক্ষ্যে শুক্রবার দুপুরে নদীয়ার নবদ্বীপ পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ড সহ নবদ্বীপ ব্লকের তিওরখালী স্বরূপগঞ্জ মহেশগঞ্জের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় স্যানিটাইজেশন করল সিপিআইএমের সদস্যরা। স্থানীয় সিপিআইএম সদস্যদের এই উদ্যোগের স্বাভাবিকভাবেই খুশি সকল নবদ্বীপবাসি।

Add Comment