Home » ভোট পরবর্তীতে নবদ্বীপে ফের হামলা যুব মোর্চার কার্যকর্তার ওপর

ভোট পরবর্তীতে নবদ্বীপে ফের হামলা যুব মোর্চার কার্যকর্তার ওপর

দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া :  ভোট পরবর্তীতে নবদ্বীপে ফের হামলা যুব মোর্চার কার্য কর্তার ওপর, বিজেপির যুব মোর্চা সভাপতি তন্ময় বলেন, “রাত্রে বাড়ি ফেরার পথে চৈতন্য হাই স্কুলের পাশের রাস্তার ওপর হামলা করে, দেওয়ালের সাথে ঠুসে ধরে মারধর করে দুষ্কৃতী বাহিনী, কোনক্রমে জীবন বাঁচিয়ে পালিয়ে যায়, পরবর্তীতে আমরা খবর পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করি। একের পর এক ঘটনা ঘটিয়েই চলেছে  দুষ্কৃতী রা  আর পুলিশ থাকছে নির্বিকার, ঘটনার পর এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা “।

 

ভোট পরবর্তীতে নবদ্বীপে ফের হামলা যুব মোর্চার কার্যকর্তার ওপর
ভোট পরবর্তীতে নবদ্বীপে ফের হামলা যুব মোর্চার কার্যকর্তার ওপর