Home » করোনা সংক্রমণের জেরে রক্তের প্রয়োজনীতা কে মাথায় রেখে এআইটিইউসি রাজ্য অফিসে আয়োজিত হলো রক্তদান শিবির

করোনা সংক্রমণের জেরে রক্তের প্রয়োজনীতা কে মাথায় রেখে এআইটিইউসি রাজ্য অফিসে আয়োজিত হলো রক্তদান শিবির

বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, কোলকাতা :  আজ ২৫/৪/২০২১ রবিবার  এআইটিইউসি অনুমোদিত সিকিউরিটি এন্ড এলাইড ওয়াকার্স ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল,  রক্তদান শিবির ৫০/ ১ নির্মল চন্দ্র স্ট্রিট, কোলকাতা – ৭০০০১২ তে  আয়োজন করা হয়। ইউনিয়নের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা প্রায় ৮০ জনের মতন  সেচ্ছায় রক্তদান করেছেন। করোনা সংক্রমণের জেরে রক্তের প্রয়োজনীতা কে মাথায় রেখে এই সামাজিক কর্তব্যে লিপ্ত হয়েছেন সিকিউরিটি এন্ড এলাইড ওয়াকার্স ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল-এআইটিইউসি অনুমোদিত।

 

আজ ২৫/৪/২০২১ রবিবার  এআইটিইউসি অনুমোদিত সিকিউরিটি এন্ড এলাইড ওয়াকার্স ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল,  রক্তদান শিবির ৫০/ ১ নির্মল চন্দ্র স্ট্রিট, কোলকাতা - ৭০০০১২ তে  আয়োজন করা হয়।
আজ ২৫/৪/২০২১ রবিবার  এআইটিইউসি অনুমোদিত সিকিউরিটি এন্ড এলাইড ওয়াকার্স ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল,  রক্তদান শিবির ৫০/ ১ নির্মল চন্দ্র স্ট্রিট, কোলকাতা – ৭০০০১২ তে  আয়োজন করা হয়।