বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, কোলকাতা : আজ ২৫/৪/২০২১ রবিবার এআইটিইউসি অনুমোদিত সিকিউরিটি এন্ড এলাইড ওয়াকার্স ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল, রক্তদান শিবির ৫০/ ১ নির্মল চন্দ্র স্ট্রিট, কোলকাতা – ৭০০০১২ তে আয়োজন করা হয়। ইউনিয়নের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা প্রায় ৮০ জনের মতন সেচ্ছায় রক্তদান করেছেন। করোনা সংক্রমণের জেরে রক্তের প্রয়োজনীতা কে মাথায় রেখে এই সামাজিক কর্তব্যে লিপ্ত হয়েছেন সিকিউরিটি এন্ড এলাইড ওয়াকার্স ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল-এআইটিইউসি অনুমোদিত।

Add Comment