Home » রাজসম্পদ মোহনের পচাগলা দেহ উদ্ধার, কোচবিহার সাগরদিঘিতে

রাজসম্পদ মোহনের পচাগলা দেহ উদ্ধার, কোচবিহার সাগরদিঘিতে

রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, কোচবিহার :  গতকাল রাতে কোচবিহার শহরের প্রান কেন্দ্র সাগরদিঘিতে উদ্ধার হয় একটি কচ্ছপের পচাগলা দেহ। এই নিয়ে চাঞ্চল্য ছড়ায় সাগরদিঘি চত্তরে। স্পোর ও অনাসৃষ্টি দুটি সংস্থা কচ্ছপটিকে উদ্ধার করে দেবিবারি ফরেস্ট অফিসের হাতে তুলে দেন। স্থানীয় সুত্রে জানা গেছে, মৃন্ময় নামে এক ব্যাক্তি সাগরদিঘির কোর্টের সামনে ঘাটে কচ্ছপের দেহটি ভেসে থাকতে দেখে, এবং এই দেখে কোচবিহার অনাসৃষ্টির এক সদস্য সুমন্ত সাহাকে খবর দেন। তার পর সুমন্ত বাবু কোচবিহারের একটি বন্যপ্রান উদ্ধার কারি সংস্থা স্পোরকে খবর দেন। খবর পেয়ে তৎক্ষণাৎ ওই দুই সংস্থার সদস্যরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং কচ্ছপ্টিকে উদ্ধার করে দেবিবারি ফরেস্ট রেঞ্জ অফিসে জমা দেয়। জানা গেছে, ওই কচ্ছপটি হল শর্পসেল টার্টেল বাংলায় এটি মোহন নামে পরিচিত। এই মোহনকে কোচবিহারবাসী দেবতা জ্ঞানে পুজা করে। মোহন কোচবিহারবাসীর ভাবাবেগের সাথে জড়িত। এই মোহন মৃত্যুর ঘটনায় তাই কোচবিহারবাসী শোকাহত।ওই দুই সংস্থা এদিনের এই ঘটনায় অভিযোগ করে বলেন, সাগরদিঘিতে জামা কাপর কাঁচা হয়। জত্র তত্র আবর্জনা ফেলা হয় তাতে করে দিঘির জল দুষিত হচ্ছে। এবং এই উদ্ধার করা মোহনটিও সাগরদিঘিতে ফেলে দেওয়া একটি প্যান্টে আটকে ছিল। একটি দিঘির বস্তুতন্ত্র তথা খাদ্য শৃঙ্খল রক্ষায় কচ্ছপের ভুমিকা খুবি জরুরি। আর এই শর্পসেল টার্টেল প্রথম শারির সংরক্ষন শ্রেণির। সরকারি কোনও রেকর্ড না থাকলেও কোচবিহারের ছোটবড় প্রায় সব দিঘিতেই কম বেসি মোহন আছে। এই দুক্ষজনক ঘটনার জেন আবার পুনরাবৃতি না ঘটে সেই দিকে নজর রাখতে হবে।

 

 

ওই কচ্ছপটি হল শর্পসেল টার্টেল বাংলায় এটি মোহন নামে পরিচিত। এই মোহনকে কোচবিহারবাসী দেবতা জ্ঞানে পুজা করে
ওই কচ্ছপটি হল শর্পসেল টার্টেল বাংলায় এটি মোহন নামে পরিচিত। এই মোহনকে কোচবিহারবাসী দেবতা জ্ঞানে পুজা করে