রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, দিনহাটা : নিজেদের সপ্তম বিবাহবার্ষিকী ব্য়তিক্রমী সিদ্ধান্ত দিনহাটার মন্ডল দম্পতির। দিনহাটা সাক্ষী থাকল এক অভিনব উদযাপনের। সোমবার অন্যরকম বিবাহ বার্ষিকী উদযাপনকে ঘিরে কৌতূহলের অন্ত ছিল না শহরের বোডিংপাড়া এলাকায়। এদিন প্রায় 200 জন দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, তেল, সাবান সহ বিভিন্ন সামগ্ৰী। ড: অজয় মন্ডল জানান “গরীব মানুষদের পাশে থাকতে ভালো লাগে” তাই তার জন্মদিন পালন, বিবাহ বার্ষিকী দুস্থদের খাদ্যসামগ্ৰী দিয়ে পালন করেন প্রতিবছর। বুধবার কোভিড 20 এর সমস্ত বিধি মেনে ওই 200 জন পরিবারের মুখে হাসি ফোটান তিনি।

Add Comment