রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, কোচবিহার : শীতলখুচির ১২৬ নম্বর বুথের ভোট কর্মীদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলেন কোচবিহার জেলা প্রশাসনের এক উচ্চ পদস্থ আধিকারিক। আজ কোচবিহার জেলা শাসকের দফতরে ওই বুথের ভোট কর্মীদের ডেকে আনা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করেন অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) শ্রীমতী রীনা যোশি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট কর্মীরা জানিয়েছেন, ভোটের দিন ৫/১২৬ নম্বর বুথের ভোট কর্মী বুথের ভোট কর্মী ছিলেন তাঁরা। ওই দিন সেখানে যে ঘটনা ঘটেছিল, সে সম্পর্কে অতিরিক্ত জেলা শাসক তাঁদের কাছে জানতে চান। তাঁরা বিষয়টি নিয়ে যটুকু জানেন তা জানিয়েছেন বলে এদিন সাংবাদিকদের জানান ওই ভোট কর্মীরা। চতুর্থ দফার ভোটে উত্তপ্ত হয়ে উঠেছিল শীতলখুচি বিধানসভা কেন্দ্রের ৫/১২৬ নম্বর বুথ গুলি বিদ্ধ হয়ে প্রান হারিয়েছিলেন সেখানকার ৪ ভোটার। ওই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছিল। ঘটনার পরেই সিআইএসএফ কর্মীরা ওই গুলি চালিয়েছে বলে নির্বাচন কমিশন জানায়। কোচবিহার জেলা পুলিশ সুপার দেবাশিস ধর জানান, কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয়েছিল। অন্যদিকে গুলির ঘটনার পর কার্যত ভোট কর্মীদের জনরোষের মুখে ফেলে দিয়ে সেখানে পাহারারত কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থল থেকে চলে আসে। এরপর উত্তেজিত জনতা ভোট কর্মী ও ইভিএম মেশিনের উপড়ে চরাও হয় বলে অভিযোগ। এতে বেশ কয়েকজন ভোট কর্মী গুরুতর ভাবে আহত হন। বেশ কিছু দিন তাঁদের চিকিৎসাও চলে। এরপর এদিন তাঁরা জেলা প্রশাসনের নির্দেশে এসে ঘটনার বর্ণনা দিয়ে যান। এদিন এক ভোট কর্মীরা বলেন, সেদিনের ঘটনার পর শারীরিক ভাবে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। এখন অনেকটাই সুস্থ, কিন্তু এখনও পর্যন্ত সেই আতঙ্ক মন থেকে যায় নি। সত্যি আমরা মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। এদিকে ওই ঘটনার তদন্তের দায়িত্ব ইতিমধ্যেই সিআইডি হাতে তুলে নিয়েছে। সম্প্রতি স্যোসাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেই ভিডিওটিকে শীতলখুচির ঘটনার বলে দাবি করা হচ্ছে। যেখানে লাইনে দাঁড়ানো ভোটার আর মাঠে কিছু লোক মিলিয়ে সামান্য কয়েকজনের জমায়েত দেখা যাচ্ছে। একটি গাড়িতে করে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালিয়ে সেখান থেকে চলে যাচ্ছেন, এমন দৃশ্য ভিডিওতে দেখা যাচ্ছে। এরপরেই ওই ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তেজিত জনতার ক্ষোভ আছড়ে পড়ছে ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া ভোট কর্মীদের উপড়ে। এদিন তৃনমূল কংগ্রেস নেতৃত্ব দাবি করেছেন, মৃতদের ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ্যে চলে এসেছে। যেখানে একজনকে পেছন থেকে গুলি করে মারা হয়েছে। একজনের বুকে স্প্লিন্ডার পাওয়া গিয়েছে। মাথায় ভারি কিছু দিয়ে মারা আঘাতের চিহ্ন রয়েছে। প্রত্যেককেই প্রায় ১০ ফিট দূরত্ব থেকে গুলি করা হয়েছে বলে ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে। যা থেকে তৃনমূল নেতৃত্বের দাবি, ওই দিন পরিকল্পিত ভাবে গন হত্যা করা হয়েছিল।
শীতলখুচির ১২৬ নম্বর বুথের ভোট কর্মীদের ডেকে জিজ্ঞাসাবাদ অতিরিক্ত জেলা শাসকের
April 20, 2021
52 Views
2 Min Read
You may also like
About the author

Add Comment