Home » করোনা আতঙ্কে, ফের বন্ধ কোচবিহার রাজবাড়ি

করোনা আতঙ্কে, ফের বন্ধ কোচবিহার রাজবাড়ি

রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, কোচবিহার, ১৬ এপ্রিলঃ দেশ তথা রাজ্যে ফের করোনার থাবা। দিন দিন ক্রমশ উর্ধমুখি করোনা সংক্রামিতের হার। বিপদ এখনও কাটেনি তাই করোনা আতঙ্কের জেরে শুক্রবার থেকে ১৫ মে পর্যন্ত বন্ধ করে দেওয়া হল। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের(এএসআই) পক্ষে এই সিধান্ত নেওয়া হয়। কোচবিহার শহরের প্রান কেন্দ্র হল কোচবিহার রাজবাড়ি। কোচবিহার অন্যতম পর্যটন কেন্দ্র বটে রাজবাড়ি। প্রতিদিনই দেশ বিদেশের বহু পর্যটক এখানে আসে। করোনা পরিস্থিতি শুরুর পর গত বছর ১৭ মার্চ পর্যটকদের জন্য সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কয়েকমাস বন্ধ থাকার পর ফের তা খোলা হয়। এরপর থেকেই সেখানে ফের পর্যটকরা ভিড় করতে শুরু করেন। কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। তবে সম্প্রতি দেশজুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। তার ফলেই পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হল রাজবাড়ি।

করোনা আতঙ্কে, ফের বন্ধ কোচবিহার রাজবাড়ি
করোনা আতঙ্কে, ফের বন্ধ কোচবিহার রাজবাড়ি