Home » প্রয়াত হলেন এনআরসি বিরোধী নাগরিক কমিটির সম্পাদক

প্রয়াত হলেন এনআরসি বিরোধী নাগরিক কমিটির সম্পাদক

রবীন্দ্রনাথ বর্মন,  হাকিকত নিউজ, কোচবিহার :  NRC-বিরোধী নাগরিক কমিটি, কোচবিহার জেলা সম্পাদক সৌমেন্দ্রনাথ দাস ১৪ ই এপ্রিল সকাল প্রায় ৮:৪০ মিনিটে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। নার্সিং হোম সূত্রে জানা যায় যে, লিভার-প্যানক্রিয়াস ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। আগামীকাল মরদেহ তাঁর বাসভবনে (ম্যাগাজিন রোড) নিয়ে আসা হবে। সেখানে বৃহস্পতিবার সকালে শেষ শ্রদ্ধা জানানো হবে।

 

NRC-বিরোধী নাগরিক কমিটি, কোচবিহার জেলা সম্পাদক সৌমেন্দ্রনাথ দাস
NRC-বিরোধী নাগরিক কমিটি, কোচবিহার জেলা সম্পাদক সৌমেন্দ্রনাথ দাস