রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, কোচবিহার, 11 এপ্রিল : শীতলকুচি বিধানসভা কেন্দ্রের জোড়পাটকি অঞ্চলের 126 নম্বর বুথে নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের এবং দুস্কৃতির গুলিতে 1 জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। 4 জন ভোটারকে গুলি করে হত্যাকারী কেন্দ্রীয় জওয়ানরা। রবিবার অবিলম্বে নির্দিষ্ট অপরাধীকে গ্ৰেফতারের দাবি জানিয়ে এসইউসিআই(সি) বিক্ষোভ মিছিল করলো কোচবিহার রাজপথে। তাদের দাবী এবারের নির্বাচনের প্রচার বন্ধ হওয়ার পরও বহু এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বজায় ছিল। এজন্য শাসক ও প্রধান বিরোধী দলের দায়িত্বকে অস্বীকার করা যায় না। তাই নির্বাচনকে সমাজবিরোধী ও অর্থের দাপট সহ সন্ত্রাস মুক্ত করার জন্য সমস্ত রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা পালন আজ অত্যন্ত জরুরী। এই অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে সময়োচিত সতর্ক পদক্ষেপ গ্রহণ এবং কেন্দ্রীয় বাহিনীর বর্বরোচিত আক্রমণের পরিবর্তে সহনশীল আচরণ করলে এই মর্মান্তিক বেদনাদায়ক মৃত্যুকে এড়ানো যেত বলে দাবী তাদের। এছাড়াও তাদের দাবি ছিল, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, নিহত ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ, দোষী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কঠোর শাস্তি ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষ ও সংযত আচরণ দাবি রাখে।

Add Comment