Home » নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জে হল দিবারাত্রিব্যাপী ফুটবল নকআউট টুর্নামেন্ট, বিদেশী খেলোয়াড়ের অংশগ্রহণে টানটান খেলায় মেতে উঠল দর্শকরা

নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জে হল দিবারাত্রিব্যাপী ফুটবল নকআউট টুর্নামেন্ট, বিদেশী খেলোয়াড়ের অংশগ্রহণে টানটান খেলায় মেতে উঠল দর্শকরা

দিবাকর দাস, হাকীকত নিউজ , নদিয়া :   নৈশলোকে অনুষ্ঠিত হল একদিনের ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট। নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ স্তালিন কলোনির নব তরুণ সংঘের মাঠে শনিবার এই খেলার উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। এদিন উদ্বোধনে উপস্থিত ছিলেন নবদ্বীপ পুরসভার চেয়ারপার্সন বিমানকৃষ্ণ সাহা, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস ঘোষ, স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান সিরাজ শেখ প্রমুখ। দিনরাতের এই খেলায় অংশ নিয়েছিল স্থানীয় ও বহিরাগত বেশকিছু ক্লাব। এক একটি দলে  বিদেশি খেলোয়াড় সম্বনয়ে  ৬ জন করে খেলোয়াড়কে এদিন মাঠে খেলতে দেখা যায়। প্রতিটি দলেই বিদেশি খেলোয়াড় রয়েছে। সূত্রে জানা গেছে এই খেলার এন্ট্রি ফি আড়াই হাজার টাকা। যে দল চ্যাম্পিয়ান হবে সেই দল পাবে পুরস্কার মূল্য হিসাবে পঁয়ত্রিশ হাজার এক টাকা এবং রানার্স দলকে দেওয়া হবে ত্রিরিশ হাজার এক টাকা। তবে দীর্ঘদিন পর নৈশলোকে এই খেলা দেখতে ভিড় করেছিলেন অসংখ্য কচিকাঁচা ও ক্রীড়াপ্রেমিক মানুষ। প্রতিটি দলের দর্শকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। মাঠে দর্শকদের মনোরঞ্জন এবং দলীয় খেলোয়াড় অনুপ্রাণিত এবং উৎসাহ দিতে দেখা গেল বাজনা বাজিয়ে খেলা উপভোগ করতে দর্শক এবং কর্মকর্তাদের। এতদিন ভয়াবহ করোনা পরিস্থিতিতে খেলাধুলা সবই বন্ধ ছিল। আবার নতুন করে খেলা শুরু হওয়ায় সকলের মধ্যেই ছিল আলাদা উন্মাদনা। পাশাপাশি সরকারিভাবে স্বাস্থ্য বিধির কথা বলা হলেও মাঠের চারিদিকে ভিড় কিন্তু সে কথা বলছে না। চারিদিকেই দর্শকরা গা ঘেষাঘেষি করে খেলা উপভোগ করছেন।

 

নৈশলোকে অনুষ্ঠিত হল একদিনের ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট
নৈশলোকে অনুষ্ঠিত হল একদিনের ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট
নৈশলোকে অনুষ্ঠিত হল একদিনের ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট
নৈশলোকে অনুষ্ঠিত হল একদিনের ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট