দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: উত্তরপ্রদেশের হাথরসে ঘটা ধর্ষণের ঘটনার প্রতিবাদে স্বরূপগঞ্জের এলাকা জুড়ে মৌন মোমবাতি মিছিলে অংশগ্রহণ করল ডিওয়াইএফআই এর সদস্যরা। এদিন স্বরূপগঞ্জ নবাঙ্কুর শিক্ষা কেন্দ্র থেকে মিছিল শুরু করে ডিওয়াইএফআই এর সদস্যরা, মোমবাতি হাতে মৌন মিছিল দ্বারা হাথরসের ঘটনার প্রতিবাদে মিছিল নবদ্বীপঘাট বাসস্ট্যান্ড ঘুরে, কলাতলা মোড় হয়ে মিছিল এসে শেষ হয় স্বরূপগঞ্জে।

Add Comment