দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: শুক্রবার করিমপুরে কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি বিলের সমর্থনে বিজেপির পদযাত্রায় অংশগ্রহণ করলেন বিজেপি নেতা জয়প্রকাশ সিংহ। এদিন দলীয় কর্মসূচিতে যোগদান করার আগে জয়প্রকাশ বাবু বিজেপির সক্রিয় সদস্য ও পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য জয়দেব পালের মৃত্যু সংবাদ পেয়ে তার বাড়িতে যান। উত্তরপ্রদেশের ঘটনায় বিষয়ে জিজ্ঞেস করা হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়প্রকাশ বাবু বলেন,” সারা ভারতে মহিলার ওপর আক্রমণ সেটা নিন্দনীয় ঘটনা, সে দলিতই হোক বা উচ্চবর্ণের মহিলা হোক, এরকম ঘটনা আমরা পশ্চিমবঙ্গেও দেখেছি, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি,তারই অনতিদূরে এক সত্তর বছরের বৃদ্ধা যাজিকা স্কুল শিক্ষিকা তাকেও ধর্ষণ করা হয়েছে,সেই ঘটনার প্রতিবাদ আমরা করেছি, এই রাজ্য কামদুনির মত ঘটনা হয়েছে পার্কস্ট্রিটের মত ঘটনা হয়েছে, নির্ভয়ার মত ঘটনা হয়েছে,কিন্ত প্রশ্ন হচ্ছে সমাজে এরকম নিন্দনীয় ঘটনা ঘটলে সেটাকে আটকাতে হবে এবং সেটা নিয়ে রাজনীতিকরণ না করলেই ভালো, আমরা সব সময় চেয়েছি দোষীদের শাস্তি হোক, কিন্ত যদি দেখা যায় কোনো সরকার বিশেষত রাজ্য সরকার কারণ আইন শৃঙ্খলা রাজ্য সরকারের হাতে, দোষীদের শাস্তি না দিয়ে তাদের সুরক্ষা দিচ্ছে তাদের শাস্তি বিধান না করে, আমরা যোগিরাজ্য যেটা দেখছি তারা দোষীদের শাস্তির জন্যে সর্বদা চেষ্টা করছে,গত তিন বছরে যত দোষী অপরাধী তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে উত্তরপ্রদেশের পুলিশ দোষীদের শাস্তি হবে পুলিশ বলছে, অথচ আমরা যদি পশ্চিমবঙ্গের থেকে এই কথা বলি তখন আমাদের বারবার আশঙ্কা হয় পশ্চিমবঙ্গ এ কোনো এইরূপ অনুভব দেখা যাচ্ছে না,পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেনো মাননীয়া মুখ্যমন্ত্রী সাজানো ঘটনা বলেন পার্কস্ট্রিট এর ঘটনাকে “।
“সমাজে এরকম নিন্দনীয় ঘটনা ঘটলে সেটাকে আটকাতে হবে এবং সেটা নিয়ে রাজনীতিকরণ না করলেই ভালো” বললেন বিজেপি নেতা জয়প্রকাশ সিংহ
October 3, 2020
56 Views
2 Min Read
You may also like
About the author

Nanda Dulal Bhatttacharyya
journalist by profession , have put good number of years in ground reporting
Add Comment