দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: গত সোমবার নবদ্বীপ পৌরসভার এক পুরকর্মীর লালারসের রিপোর্ট পজিটিভ আসায় মঙ্গলবার থেকে নবদ্বীপ পৌরসভা ফের বন্ধ হয়ে গেল। মঙ্গলবার থেকে চার দিনের জন্যে বন্ধ থাকবে পৌরসভা, শুধুমাত্র পানীয় জল পরিষেবা সহ অন্যান্য জরুরি পরিষেবার দপ্তর খোলা থাকবে। এর আগে অগাস্ট মাসে পৌরসভার এক গাড়ি চালকের করোনা ধরা পড়ায় বন্ধ ছিল পৌরসভা। পৌরসভা সূত্রে জানা যাচ্ছে যে আক্রান্ত পুরকর্মীর সাথে আটজন সংস্পর্শে এসেছিলেন, তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে ও তাদের লালারসের পরীক্ষা করা হবে।

Add Comment