Home » শান্তিপুরে এক ব্যক্তির বাড়িতে দশটি বড় সাপের ডিম উদ্ধার হওয়ায় ব্যাপক আতঙ্কে পরিবার

শান্তিপুরে এক ব্যক্তির বাড়িতে দশটি বড় সাপের ডিম উদ্ধার হওয়ায় ব্যাপক আতঙ্কে পরিবার

দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া:  নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের বাঘ দেবীপুর সংলগ্ন এলাকার সুরজিৎ কুমার মন্ডলের বাড়ির একটি পরিত্যক্ত জায়গা থেকে দশটি বড় আকারের সাপের ডিম দেখা যায়। এরকম বড় সাপের ডিম পড়ে থাকতে দেখে সুরজিৎ বাবু বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি বলেন, “গতকাল দুপুর ১টা নাগাদ এই পরিত্যক্ত জায়গা থেকে দশটি বড় সাপের ডিম আমার নজরে আসে, এ রাস্তা দিয়ে আমরা হাঁটাচলা করি বলে আমি যথেষ্ট আতঙ্কিত, এরপর বনদপ্তরকে একাধিকবার ফোন করলেও কোন উত্তর দেয়নি তারা, আজ মঙ্গলবার সকালেও বনদপ্তরকে বেশ কয়েকবার ফোন করলেও কেউ ফোন ধরেনি। ২৪ ঘন্টা কেটে গেলও এই ডিম উদ্ধার না হওয়াতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে আমার পরিবার। আমার বাড়ির আশেপাশে বেশ কয়েকবার  চন্দ্রবোড়া সাপের আনাগোনা দেখতে  পাই তাই মনে করছি চন্দ্রবোড়া সাপের ডিম হতে পারে, তবে এগুলো কি সাপের ডিম সেটি এখনো পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি”। এরপর স্থানীয় এক বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা ঘটনাস্থলে এসে ওই ডিম গুলিকে উদ্ধার করে নিয়ে যায়। অনুপম বাবু জানান তিনি ওই সাপের ডিমগুলোকে বনদপ্তরে পাঠানোর ব্যবস্থা করবেন।