নিজস্ব প্রতিবেদক, হাকীকত নিউজ, ঢাকা : বাংলাদেশের হাওর এলাকা হিসেবে পরিচিত নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে ৩৬ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত এ কঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পুরুষ, তিনি নারী এবং পাাঁচ শিশুসহ ১১ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। জানা গেছে, একটি জাহাজের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি যুবে যায়। অতিরিক্ত যাত্রী বহনের কারণে বুধবারের এই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুনামগঞ্জের ধর্মপাশা থানার মধ্যনগর থেকে নেত্রকোনার ছাকুরাকোণা এলাকায় যাওয়ার পথে ট্রলার ডুবির ঘটনা ঘটে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, যাত্রীবাহী একটি ট্রলার সুনামগঞ্জের ধর্মপাশা থানার মধ্যনগর থেকে নেত্রকোনার ছাকুরাকোণা এলাকায় যাওয়ার পথে ডুবে যায়। এ ঘটনায় এ পর্যন্ত দশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান ট্রলার ডুবির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
বাংলাদেশে ট্রলার ডুবে মৃত ১১
September 9, 2020
50 Views
1 Min Read
You may also like
About the author

Nanda Dulal Bhatttacharyya
journalist by profession , have put good number of years in ground reporting
Add Comment