Home » ৮ই সেপ্টেম্বর মঙ্গলবার থেকে আবার খুলে গেলো ইসকন মন্দির

৮ই সেপ্টেম্বর মঙ্গলবার থেকে আবার খুলে গেলো ইসকন মন্দির

দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া:  গত ৯ই অগাস্ট জন্মাষ্টমীর কদিন আগে করোনা আবহে দ্বিতীয়বার বন্ধ হয়ে যায় ইসকণ মন্দির ভক্তদের দর্শনের জন্যে, আবার এক মাস বাদে মঙ্গলবার থেকে আবার খুলে গেলো ইসকন মন্দির। ভক্তদের দর্শন করার সময় হল সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৪টে থেকে ৭টা অবধি। ইসকন মন্দিরের প্রবেশদ্বারে দর্শনার্থীদের থার্মাল চেকিং ও হ্যান্ড সানিটাইজ করে ঢুকতে দেওয়া হবে। মন্দিরে চত্বরে ঢোকার জন্যে রয়েছে একমুখী প্রবেশ পথ, সেই পথ দিয়েই ভক্তদের যাতায়াত করতে হবে জানিয়েছে ইসকন কতৃপক্ষ। তবে গেস্ট হাউস, কুপন কেটে প্রসাদ খাওয়ার ব্যবস্থা এখন চালু হচ্ছে না, ভিতরের রেস্তোরাটি একমাত্র চালু হচ্ছে। কবে চালু হবে দুপুরের প্রসাদ বা গেস্ট হাউস এবিষয়ে ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, “পরিস্থিতি স্বাভাবিক ভাবে চললে,যদি দেখা যায় ভক্তদের সমাগম বাড়ছে, সংক্রমণের হার যদি কমে, তখন চালু হতে পারে সবই “।