Home » কৃষ্ণনগর পুলিশ জেলার একটি অত্যাধুনিক উন্নত কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন পুলিশ সুপার

কৃষ্ণনগর পুলিশ জেলার একটি অত্যাধুনিক উন্নত কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন পুলিশ সুপার

দিবাকর দাস, হাকীকত নিউজ,নদিয়া:  মঙ্গলবার কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার জফর অজমল কিদওয়াই একটি উন্নত কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন, উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিদিশা কলিতা। সম্প্রীতি ভরসা নামক একটি মোবাইল অ্যাপের মাধ্যমে প্যানিক কল ও অভিযোগ নেওয়ার পরিষেবা শুরু করে কৃষ্ণনগর পুলিশ জেলা। মঙ্গলবার এই ভরসা অ্যাপের জন্যে কন্ট্রোল রুমে একটি বিভাগ চালু করা হয়েছে এবং এর পাশাপাশি ১০০ডায়াল করে অভিযোগ নেওয়ার জন্যে একটি পৃথক বিভাগ চালু করা হয়েছে।