Home » কৃষ্ণনগরে কোভিড-১৯ এবং ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা প্রচারের মাধ্যমে পুলিশ দিবস পালন করা হলো

কৃষ্ণনগরে কোভিড-১৯ এবং ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা প্রচারের মাধ্যমে পুলিশ দিবস পালন করা হলো

দিবাকর দাস, হাকীকত নিউজ,নদিয়া:  মঙ্গলবার কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে কোভিড-১৯ এবং ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা প্রচারের মাধ্যমে পুলিশ দিবস পালন করা হলো। এদিন কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার জফর আজমল কিদওয়াই একটি ট্যাবলো পতাকাঙ্কিত করেন। কৃষ্ণনগর পুলিশ জেলার বিভিন্ন অঞ্চলে আগামী ৩০দিনের জন্যে ট্যাবলো দিয়ে সচেতনতা প্রচার অব্যাহত থাকবে। মঙ্গলবার ট্যাবলো দ্বারা পথচারিদের করোনা সম্পর্কে সচেতন হওয়ার বার্তা দেন পুলিশ কর্মীরা, করোনা আবহে কি কি করণীয় তা বারবার ট্যাবলো মাধ্যমে প্রচার করা হয়।