Home » দিগনগরের একটি আমবাগানে একসঙ্গে মিলল গাছে ঝুলন্ত বয়স্ক ব্যক্তি ও এক মহিলার মৃতদেহ

দিগনগরের একটি আমবাগানে একসঙ্গে মিলল গাছে ঝুলন্ত বয়স্ক ব্যক্তি ও এক মহিলার মৃতদেহ

দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া:  নদিয়ার দিগনগরের একটি আমবাগানে একসঙ্গে মিলল গাছে ঝুলন্ত বয়স্ক ব্যক্তি ও এক মহিলার মৃতদেহ। শুক্রবার ওই আমবাগানের ভিতর দিয়ে যাওয়ার সময় স্থানীয় এক যুবক ওই বয়স্ক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, এরপর স্থানীয় বাসিন্দারা আমবাগানের ভেতরে আসলে,তারা আরেকটি মহিলার রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠায়। জানা যায় মৃত বয়স্ক ব্যক্তির নাম সিদ্ধেশ্বর দুর্লভ, বয়স ৬১, বাড়ি কোতোয়ালি থানার দিগনগর মোদকপাড়ায়, দিগনগর বাজারে সবজি বিক্রি করতেন সিদ্ধেশ্বর বাবু। মৃত মহিলার নাম ও ঠিকানা জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সিদ্বেশ্বর বাবুর দুটি বিয়ে, দুই বৌ সঙ্গে থাকতো না, তার একটি বৌ অভিযোগ করে যে তার অবৈধ সম্পর্ক ছিল। কিভাবে এই দুইজনের মৃত্যু হল তা তদন্ত করছে পুলিশ।

নদিয়ার দিগনগরের একটি আমবাগানে একসঙ্গে মিলল গাছে ঝুলন্ত বয়স্ক ব্যক্তি ও এক মহিলার মৃতদেহ
নদিয়ার দিগনগরের একটি আমবাগানে একসঙ্গে মিলল গাছে ঝুলন্ত বয়স্ক ব্যক্তি ও এক মহিলার মৃতদেহ