দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: শান্তিপুর গোধূলি লজে বিজেপির এক সাংগঠনিক বৈঠক ও সদস্য অভিযানে শতাধিক কর্মী অন্য দল ছেড়ে যোগদান করল বিজেপিতে। এদিন উপস্থিত ছিলেন রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার সহ বিজেপি নদিয়া দক্ষিণের পর্যবেক্ষক অনুপম দত্ত। বিজেপি জানিয়েছে নতুন কর্মীরা ১, ২, ৩, ৪, ১৫ এবং ১৬ নম্বর ওয়ার্ড থেকে অন্য দল ছেড়ে যোগদান করেছে। এদিন সাংসদ জগন্নাথ সরকার নতুন কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন, এবং সাংসদ দলের অন্যান্য কার্যকর্তা ও সদস্যদের সাথে দলীয় সংক্রান্ত বৈঠক করেন।


Add Comment