Home » ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

আমিনুল হক,  হাকীকত নিউজ, ঢাকা :  ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশের  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ এবং আত্মার শান্তি কামনা করেছেন।  সোমবার রাতে পৃথক এক শোকবার্তায় প্রণব মুখার্জিকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে রাষ্ট্রপতি আদুল হামিদ বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির ভূমিকা আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত তৈরীতে তাঁর ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি বলেন, প্রণব মুখার্জির মৃত্যুতে উপমহাদেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হলো।  অপর এক শোকবার্তায় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ভারতের সাবেক রাষ্ট্রপতি, উপমহাদেশের বরেণ্য রাজনীতিক, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।  প্রণব মুখার্জির মৃত্যুতে শোকে আপ্লুত ও স্মৃতিকাতর হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব মুখার্জির সঙ্গে বঙ্গবন্ধু পরিবার ও শেখ হাসিনার নিজের বহু স্মৃতি প্রধানমন্ত্রী স্মরণ করেন। এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একজন রাজনীতিবিদ ও আমাদের পরম সুহৃদ হিসেবে প্রণব মুখার্জির অনন্য অবদান কখনও বিস্মৃত হবার নয়। আমি সবসময় মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ভারতে নির্বাসিত থাকাকালীন প্রণব মুখার্জি আমাদের সবসময় সহযোগিতা করেছেন। এমন দুঃসময়ে তিনি আমার পরিবারের খোঁজখবর রাখতেন।  যে কোন প্রয়োজনে পাশে এসে দাঁড়িয়েছেন। দেশের ফেরার পরও প্রণব মুখার্জি সহযোগিতা এবং উৎসাহ দিয়েছেন। তিনি আমাদের অভিভাবক ও পারিবারিক বন্ধু। যেকোন সংকটে তিনি সাহস যুগিয়েছেন। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রীর ড. এ কে আবদুল মোমেন। এক শোকবার্তায় ড. মোমেন বলেন, প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের শুরু থেকে তিনি সব সময়ই বাংলাদেশের মঙ্গলকামনায়, শান্তি, ও উন্নয়নের প্রতি তাঁর অঙ্গীকারের জন্য এদেশের মানুষের হৃদয়ে তিনি বিশেষ স্থান করে নিয়েছিলেন। ড. মোমেন উল্লেখ করেন, প্রণব মুখার্জি ১৯৭৩১৯৭৪ সালে ভারতের বাণিজ্য প্রতি মন্ত্রী থাকাকালে   তার সুযোগ  হয়েছিল তাঁর সংস্পর্শে আসার। ঐ সময়ে তিনি ঢাকা শহরে আসলে তাঁকে নিয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে যাওয়ারও সুযোগ হয় তার। তিনি বলেন, আমি বিদেশমন্ত্রী হিসেবে  দায়িত্ব গ্রহণের পর আমার প্রথম সফর ছিল ভারতে। তখন আমি স্বস্ত্রীক তাঁর সরকারি বাসভবনে গিয়ে তাকে সম্মান জানাই প্রথমত ভারত রত্ন সম্মানে ভূষিত হওয়ার জন্যে এবং দ্বিতীয়তঃ তাকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য মাননীয় প্রধানমনত্রীর পক্ষ থেকে বাংলাদেশ  সফরে আসার অনুরোধ করলে তিনি তা সঙ্গে সংগে গ্রহণ করেন। আওয়ামি লিগ সাধারণ সম্পাদক ও যোগাযোগমন্ত্রী  ওবায়দুল কাদের এবং  তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদও গভীর শোক প্রকাশ করেছেন।