আমিনুল হক, হাকীকত নিউজ, ঢাকা: বাংলাদেশে চলছে শোকের মাস। আগস্ট মাসে বাঙালি কাঁদায়। ৭৫’র ১৫ আগস্ট বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। শোকের মোড়কে গাঁথা দেশব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন চলে আসছে আগস্টের শুরু থেকেই। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নেতেৃত্বে মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এর আগে মুজিববর্ষ উপলক্ষ্যে বিদেশমন্ত্রক চত্বরে গাছের চাড়া রেপান করেন .ি মোমেন। উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশে কোটি গাছেন চাড়া রোপন করা হবে। অপর দিকে জাতিরজনকের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশের বিদেশ মিশনেও নানা আয়োজন করা হয়। তাছাড়া মুজিববর্ষে ডাক টিকিট প্রকাশ করা হয়। দেশের গন্ডি পেরিয়ে নাইজেরিয়া মুজিববর্ষে স্মারক ডাক টিকিট প্রকাশ করে। যার সঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রী যুক্ত হয়ে যৌথভাবে স্মারক ডাক টিকিটের মোড়ক উন্মোচন করেন। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া তিনি জাতির পিতার সমাধি সৌধে সংরক্ষিত পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। এসময় সময় বিদেশ সচিব মাসুদ বিন মোমেনসহ বিদেশ মন্ত্রকের সচিব, অতিরিক্ত সচিব ও মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Add Comment