Home » মানসিক অবসাদে নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি

মানসিক অবসাদে নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি

দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া:  মানসিক অবসাদে নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার পারুলিয়া এলাকার মৌডাঙ্গা গ্রামে। মৃত ব্যক্তির নাম সুশান্ত পাল। বয়স একান্ন বছর। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ  ও পরিবার সূত্রে জানতে পারা যায়, পেশায় ব্যবসায়ী সুশান্ত বাবু বেশকিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। যে কারণে তার খইয়ের ব্যবসার দায়িত্বভার ছেলেকে দিয়ে দেন। পরিবার সূত্রের খবর বুধবার দুপুরে নিজের ঘরেই সিলিং ফ্যানে গামছার ফাঁস দিয়ে ঝুলে পড়েন সুশান্ত পাল। তার স্ত্রী দেখতে পেয়ে প্রতিবেশীদের জানালে তারা ঘটনাস্থলে ছুটে এসে সুশান্ত বাবুকে উদ্ধার করে নবদ্বীপ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে সুশান্ত পালকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বৃহস্পতিবার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ।

সুশান্ত পাল
সুশান্ত পাল