Home » জাতীয় পতাকার অবমাননার অভিযোগে যুবককে গ্রেফতার করলো পুলিশ

জাতীয় পতাকার অবমাননার অভিযোগে যুবককে গ্রেফতার করলো পুলিশ

দিবাকর দাস, হাকীকত নিউজ,  নদিয়া:  নদিয়ার ধানতলায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে যুবককে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ওই অভিযুক্ত যুবকের নাম চঞ্চল দাস, বয়েস আঠাশ, বাড়ি ধানতলা থানার স্কুল পাড়া এলাকায়, পেশায় রাজমিস্ত্রি। বুধবার সকালে ওই যুবককে বাড়ির সামনে জাতীয় পতাকা ছিড়তে দেখেন স্থানীয় বাসিন্দারা, এরপর সেটাকে পায়ে মাড়িয়ে দেয় সে, স্থানীয় বাসিন্দাদের সামনে ওই যুবক বলে এরজন্য কেউ তার কিছু করতে পারবে না, কয়েকজন স্থানীয় তাকে এইসব করতে বারণ করলে সে কোনো কথা শোনেনা। এরপরই এলাকার আরেক যুবক থানায় অভিযোগ করলে, অভিযোগের ভিত্তিতে চঞ্চলকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে রানাঘাট আদালতে তোলা হয়।

 

চঞ্চল দাস, বয়েস আঠাশ
চঞ্চল দাস, বয়েস আঠাশ